×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে যশোর জেলার ৮ উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।শীতকালীন সবজি, বোরো বীজতলা, পাকা রোপা আমন, সরিষা ও মসুর ডাল ক্ষেতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফসলের তালিকায় রয়েছে শীতকালীন সবজি, বোরো বীজতলা, পাকা রোপা আমন, সরিষা ,আলু, গম, পেঁয়াজ,ভূট্টা,মিষ্টি আলু, চিনাবাদাম,সূর্যমুখী , মটরসুটি,খেসারি, মসুর ডাল, ধনিয়া,আখ, মরিচ ও পান। টানা চারদিনের বৃষ্টিতে মোট ২৪হাজার ৮৪২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৪ হাজার ১৪৮ হেক্টর জমির রোপা আমন ধান, ২৫৩ হেক্টর জমির বোরো বীজতলা, ২৫৬ হেক্টর জমির আলু, ২০৬ হেক্টর জমির গম, ২১৬ হেক্টর জমির পেঁয়াজ, ৪ হাজার ১৬৩ হেক্টর জমির মসুর, ৯ হাজার ৯১০ হেক্টর জমির সরিষা, ৪ হাজার ৬৫০ হেক্টর জমির শীতকালীন সবজি, ১৫০ হেক্টর জমির ভুট্টা, ১৫ হেক্টর জমির মিষ্টি আলু, ২৫ হেক্টর জমির চিনাবাদাম, ১০ হেক্টর জমির সূর্যমুখী, ২০০ হেক্টর জমির মটরশুটি, ১৫০ হেক্টর জমির খেসারি, ৭৫ হেক্টর জমির রসুন, ১০ হেক্টর জমির ধনিয়া, ৭৫ হেক্টর জমির আখ, ৩শ’ হেক্টর জমির মরিচ ও ১০ হেক্টর জমির পানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, ঘূণিঝড় জাওয়াদের প্রভাবে জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের ক্ষতি নিরুপণের কার্যক্ষম চালাচ্ছেন।সামনের দিনে কৃষকরা আবার কিভাবে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে ব্যাপারের কৃষকদেরকে পরামর্শ দেয়া হচ্ছে।আবহাওয়া পরিবর্তনসহ দ্রুত পানি নিষ্কাশন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat