×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করতে পারলে মেডিক্যাল কলেজগুলোর চিকিৎসা শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।’
আজ মঙ্গলবার ঢাকা ক্লাবে বিএসএমএমইউ অর্থপেডিক্স সার্জারি বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটগুলোর যেখানে ফ্যাকাল্টি নেই সেখানে কোন কোর্স থাকবে না। যেসব ইনস্টিটিউটে ফ্যাকাল্টি আছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৮ জনের জায়গায় ১০ জন, ১০ জনের জায়গায় ১২জন, ১২ জনের জায়গায় ১৬ জন বৃদ্ধি কওে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করা হবে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে গুরুত্ব দিয়েছেন। গবেষণা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন। এছাড়া গবেষণাকে ত্বরান্বিত করতে বিএসএমএমইউয়ের অধীনে যেসব ইনস্টিটিউট রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে বলেও জানান উপাচার্য। 
তিনি আরো বলেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগে আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ে। জাতির পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে অর্থপেডিক্স সার্জন এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক ও  একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, অধ্যাপক ডা. আফজাল হোসেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat