×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নে আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজস্থলী উপজেলার ২টি ইউনিয়নের জনসাধারণের মাঝে বিনামূল্যে এসব সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেযারম্যান নুরুল আমিন, পার্বত্য চট্টগ্রাম উন্নযন বোর্ডের সদস্য ও প্রকল্প পরিচালক মোঃ হারুন আর রশিদ, রাজস্থলী উপজেলা পরিষদের চেযারম্যান উবাচ মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা,হেডম্যান, মেম্বার, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে দুূর্গম পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলো আজ বিদ্যুতের আলোয় আলোকিত।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নর ৭৩২ টি পরিবারের মাঝে ১০০ ওয়ার্ট সোলার প্যানেল ও ১২ ভোল্টের একটি করে ব্যাটারী এবং পরিবহন খরচসহ বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।বিনামূল্যে সোলার প্যানেল হাতে পেয়ে খুুশি দুর্গম এলাকার পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat