×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র আওতায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে মোট ২৬৪টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২ লাখ ৪৮ হাজার ২১৫ দশমিক ৯৪৯ মিলিয়ন টাকা। 
যা গত বছরের একই (এপ্রিল-জুন, ২০২১) সময়ের তুলনায় যা ১ লাখ ৬ হাজার ৯৩৬ দশমিক ৯৪৪ মিলিয়ন টাকা বেশি। এর ফলে নতুন করে মোট ৫৮ হাজার ১২৩ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এপ্রিল থেকে জুন, ২০২২ পর্যন্ত বিডা’য় নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
  কোভিড-১৯-এর প্রভাবের কারণে বিগত এপ্রিল-জুন, ২০২১ তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত মোট ১৮৪ শিল্প ইউনিট স্থাপনের প্রস্তাবে বিনিয়োগের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ২৭৯ দশমিক ০০৫ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এপ্রিল-জুন ২০২২ সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৭৫ দশমিক ৬৯  শতাংশ।
স্থানীয় বিনিয়োগের বিষয়ে ত্রৈমাসিক পরিসংখ্যানে বলা হয়েছে, বিবেচ্য এই তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ২২৮টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ১ লাখ ৮৩ হাজার ৭০৯ দশমিক ২৫০ মিলিয়ন টাকা, যা এপ্রিল-জুন ২০২১ সময় অপেক্ষা ৫১ হাজার ৩৬৭ দশমিক ৬০৭ মিলিয়ন টাকা বেশি। বিগত এপ্রিল-জুন, ২০২১ তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ১৫৮ টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ছিল এক লাখ ৩২ হাজার ৩৪১ দশমিক ৬৪৩ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এপ্রিল-জুন, ২০২২ সময়ে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৩৮ দশমিক ৮১ শতাংশ।
প্রতিবেদনাধীন তিন মাসে স্থানীয় বিনিয়োগে টেক্সটাইল শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিনিয়ারিং শিল্প, কেমিক্যালস শিল্প, ট্যানারি এন্ড লেদার শিল্প এবং সার্ভিস শিল্প খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। 
বিদেশি বিনিয়োগের বিষয়ে ত্রৈমাসিক পরিসংখ্যানে বলা হয়েছে, একই সময়ে ১৯টি শতভাগ বিদেশি ও ১৭ টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৩৬ টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫০৬ দশমিক ৬৯৯ মিলিয়ন টাকা। যা এপ্রিল-জুন, ২০২১ সময় অপেক্ষা ৫৫ হাজার ৫৬৯ দশমিক ৩৩৭ মিলিয়ন টাকা বেশি। বিগত এপ্রিল-জুন ২০২১ তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ২৬টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৮ হাজার ৯৩৭ দশমিক ৩৬২ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এপ্রিল-জুন,২০২২ সময়ে বৈদেশিক বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৬২১.৭৬ শতাংশ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদনাধীন তিন মাসে বৈদেশিক বিনিয়োগে সার্ভিস শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া, পর্যায়ক্রমিকভাবে টেক্সটাইল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কেমিক্যালস শিল্প এবং বিবিধ শিল্পখাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat