×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অপপ্রচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো দিন কোনো অন্যায়ের সাথে আপোস করে না। কেউ আইনের ঊর্ধ্বে কেউ নাই, যেই অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এতে কাউকেই ছাড় দেয়া যাবে না। দেশের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যায়কারী ও অন্যায়কারীকে প্রশ্রয়দাতাদের কোনো ছাড় নেই। এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।’
আজ দুপুরে শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একথা বলেন। 
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে- ঠিকই তখনই দেশবিরোধী বিএনপি-জামাত নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি নষ্ট করার মিশনে নেমেছে। তারা সরকারের উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। কিন্তু, তারা সফল হবে না। কারণ, এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাস করে, অপপ্রচারে নয়। আর এদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। তাঁর কারণেই শরীয়তপুরের নড়িয়ায় এখন আর পদ্মার ভাঙন নেই, ভাঙন কবলিত নড়িয়ার পদ্মাপাড় এখন পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে শরীয়তপুরের দূর্গম চরাঞ্চলেও বিদ্যুৎ পৌছে গেছে। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিদ্যালয় হচ্ছে। ফোর লেন সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মেঘনা সেতুর নির্মাণের জন্য সমীক্ষার কাজ চলছে। শরীয়তপুরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়নে বিএনপি-জামাত চক্রের গাত্রদাহ হয়, তারা দেশবিরোধী নানা অপকর্মে লিপ্ত- তাদের বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি তাদের আইনের আওতায় আনতে হবে।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ বিভিন্ন দপ্তরের ঊচ্চপদস্থ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat