×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলে বৃহস্পতিবার দাপুটে এক জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করা কাতালান ক্লাবটি বর্তমানে টেবিল টপার রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে। 
গত রোববার এল ক্লাসিকোয় পরাজয় এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে আক্ষরিক অর্থে বাদ পড়া কাতালান কোচ জাভি হার্নান্দেজ গতকাল ক্যাম্প ন্যুয়ে পয়েন্ট অর্জনের  মাধ্যমে নিজেদের প্রমানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।  
এই ম্যাচে জোড়া গোল করে ঘরোয়া লিগে সর্বমোট ১১ গোলের মালিক বনে গেছেন তালিকার শীর্ষে থাকা পোলিশ তারকা লওয়ানদোস্কি। কাতালান দলের হয়ে বাকী গোলটি করেছে আনসু ফাতি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজিত দলটিতে ৫টি পরিবর্তন এনে গতকাল একাদশ সাজিয়েছিলেন জাভি। বিশেষ করে সার্জিও বাসকুইটসকে বাদ দিয়ে দলের আক্রমন ভাগের দায়িত্ব দেন ফ্রেঙ্কি ডি জংকে। দুর্দান্ত খেলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ডি জং।
খেলা শেষে তিনি মুভিস্টারকে বলেন,‘ রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের  বিপক্ষে বাজে ফলাফলের পর জয়ের প্রয়োজন ছিল আমাদের। আপনি যখন জয়ের মধ্যে থাকবেন তখন সেটি আপনাকে সহায়তা করবে। এখন সাজঘরের পরিবেশও অনেক ভালো। এই জয়ে আমি খুবই খুশি। আমি কোন পজিশনে খেলছি সেটি নিয়ে কোন মাথাব্যাথা নেই। যে কোন পজিশনেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ’  
ম্যাচ শুরুর আগে নিজের ব্যালন ডি’অর খেতাবটি ক্যাম্প ন্যুয়ে উপস্থাপন করেন নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুটেলাস।  ম্যাচের শুরুতে ভিয়ারিয়ালের জমাট রক্ষনের সামনে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে শুরু করে বার্সেলোনা।  তবে গোল খরা কাটাতে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিক দলকে। 
ওই সময় গোল করে বার্সাকে এগিয়ে দেন লেওয়ানদোস্কি। জর্ডি আলবার যোগান থেকে বল পেয়ে পোলিশ তারকার কাছে চালান করে দেন পেড্রি। বলটি পেয়ে প্রতিপক্ষের রক্ষনকে নাজেহাল করে বল জাড়ে জড়ান পোলিশ ওই আন্তর্জাতিক তারকা।
চার মিনিট পর বক্সের মধ্যে বল পেয়ে লিওয়ানদোস্কি ফের লক্ষ্য ভেদ করলে দ্বিগুন ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ৩ মিনিট পর আবারো গোলের দেখা পায় কাতালান জায়ান্টরা। ম্যাচের ৩৮ মিনিটে ফেরান টরেসের বানিয়ে দেয়া বল দিয়ে লক্ষ্য ভেদ করেন ফাতি। প্রথম দফায় গোলবারে লেগে বল ফিরে এলেও দ্বিতয়বার গোল লাইন পার হয়ে যায় বল। 
বৃহস্পতিবার অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচে আলমেরিয়া ৩-২ গোলে জিরুনা এবং ওসাসুনা ১-০ গোলে এস্পানিওলের বিপক্ষে জয়লাভ করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat