×
ব্রেকিং নিউজ :
ভূমি খাতে রাজস্ব বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ ভূমিমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক : এডিবি আবাসিক প্রধান উন্নয়নের রোল মডেল হিসেবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে : ধর্মমন্ত্রী অসংক্রামক রোগের প্রকোপ নিয়ন্ত্রণে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবী বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন : কৃষিমন্ত্রী ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধকল্পে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের তাবদাহ আরো বাড়তে পারে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- বাংলাদেশের নারী ক্রিকেটারদের সঠিক পথ দেখাতে সহকারী কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং সাবেক সহকারী কোচ দেবিকা পালশিখর। আগামী ডিসেম্বর পর্যন্ত সালমা-জাহানারাদের পাশে থাকার দায়িত্ব পেয়েছের এই কোচ। বুধবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন দেবিকা। দলের সাথে যুক্ত হয়ে কালই মিরপুরে অনুশীলনে আসেন তিনি। অনুশীলনের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী ক্রিকেটারদের নিয়ে তার ভাবনা কথা জানালেন। প্রথমত সহকারী কোচ হিসেবে নিজের ভূমিকা নিয়ে দেবিকা বলেন,‘ভারতে আমি খেলার তিনটি বিভাগ নিয়েই কাজ করেছি। বাংলাদেশের এখন প্রধান কোচ আছেন। প্রধান কোচ যেখানে, আমার সাহায্য দরকার মনে করবেন, আমি সেখানে কাজ করতে প্রস্তুত আছি। আমি তিনটি বিভাগেই কাজ করতে তৈরি।’ বুধবার অনুশীলনে যোগ দিয়েই সালমা-জাহানারাদের পরখ করেছেন দেবিকা। তাদের বিষয়ে তিনি বলেন,‘প্রায় ছয়-সাত বছর ধরে আমি বাংলাদেশ দলকে দেখছি। তাদের মধ্যে প্রবল শক্তি ও আত্মবিশ্বাস আছে। আমার মনে তাদের মধ্যে কিছুটা কৌশলগত ও দলীয় প্রচেষ্টার অভাব আছে। আগে আমি তাদের দূর থেকে দেখেছি। এখন কাছ থেকে দেখবো। আর বড় বিষয় হলো, এখনই ওদের বিষয়ে মন্তব্য করলে সেটা খুব দ্রুত হয়ে যাবে। এক-দুইটা বছর কাজ করলে হয়তো বুঝতে পারব।’ নারী ক্রিকেটারদের সাফল্যে এখনো উর্ধ্বমুখী নয়। আর উর্ধ্বমুখী হতে হলে তার জন্য আরো অনেক সময় দরকার বলেও মনে করেন সহকারী কোচ দেবিকা। তিনি বলেন,‘আপনি যখন বড় জায়গায় খেলতে যাবেন, আপনাকে তখন মানসিকভাবে আরো কঠিন হতে হবে। গত ছয় সাত বছরে তারা যা করেছে, তা ভালো। তবে আরো উঁচু পর্যায়ে যেতে তাদের আরো সময় দরকার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat