×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে প্রেম নিয়ে বারবার আলোচনার জন্ম দিচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। তার প্রেমিকের তালিকায় একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও প্রথম স্থানটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। কিছুদিন আগে টি২০ বিশ্বকাপের সময় ঋষভের টানে অস্ট্রেলিয়া ছুটে গিয়েছিলেন এই অভিনেত্রী। নেটিজেনরা এমনটাই মনে করেন।
কিন্তু সম্প্রতি ঊর্বশীর দাবি করেছেন, এতদিন বুঝতেই পারেননি, সমস্যাটা শুরু হয়েছিল ইনস্টাগ্রামে ‘আর পি’ নাম ব্যবহার করেছিলেন বলে! তবে ওই নাম ঋষভ পন্থের নামের সংক্ষিপ্তকরণ নয়, জানালেন ঊর্বশী। তিনি জানিয়েছেন, ‘আর পি’ বলতে তিনি বুঝিয়েছেন সহ-অভিনেতা রাম পোথিনেনিকে।
তিনি বলেন, ‘আর পি আমার সহ-অভিনেতা রাম পোথিনেনি। আমি জানতামই না যে, ঋষভ পন্থকেও লোকে আর পি নামে চেনে! লোকে যা খুশি ভেবে নেয়, তার পর তা নিয়ে লিখতে থাকে। আমি বলবো, গুজবে কান দেওয়ার আগে একবার যুক্তি দিয়ে ভেবে নেওয়া উচিত। একজন একটি গুজব ছড়ালে সেটা আপনারা বিশ্বাস করবেন? বিষয়টি কী এতই সহজ?’ এদিকে অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও হাসির খোরাখে পরিণত হয়েছেন এই অভিনেত্রী। যা নিয়ে রীতিমতো বিব্রত তিনি।
ঊর্বশী বলেন, ‘বিনা দোষে আমাকে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্রিকেটারই সব সম্মান পেল, অভিনেত্রী বলে আমি পাবো না কেন? আমরা সব সময় এই তুলনা দেখতে পাই, ক্রিকেটারদের সম্মান অভিনেতাদের থেকে অনেক বেশি। এর কারণ কী খেলোয়াড়রা বেশি রোজগার করেন? ঠিক জানি না। আমার তো মনে হয় দেশের প্রতিনিধিত্ব যারা করেন তারা সবাই গুরুত্বপূর্ণ। আমিও কতবার দেশের হয়ে কত জায়গায় গিয়েছি, তখন তুলনা টেনেছি কী?’
ঊর্বশীর আরও বলেন, আসলে সমাজিক যোগাযোগ মাধ্যম গালিগালাজ করার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। তাতে একে অন্যকে অনুপ্রেরণা দিচ্ছে। এতে ঘৃণা আর হিংসার প্রচার ছাড়া অন্য কী হয়, একটু বলবেন আমাকে?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat