×
ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটির রাইখালীতে মহিলা সমাবেশ মনুষ্যত্বের বিকাশ ও মানবপ্রেম ছিল রবীন্দ্রনাথের জীবনবোধের প্রধান পাথেয়: রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী রাশিয়ায় পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন কায়রো যাচ্ছে কাতারের প্রতিনিধি দল বায়ার্নকে টপকে যেতে মাদ্রিদকে আরো ভাল খেলতে হবে
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে এ অঞ্চলের (নীলফামারী) মানুষ মঙ্গা ভুলে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাচারিহাট কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। শিল্প কলকারখানা স্থাপনের ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপার্জন করায় এখন আর মানুষের অভাব নেই। সে কারণে অভাব কি সেটা ভুলে গেছেন।’ এ অঞ্চলের প্রবাদ ছিল হাতিক ঠেলা যায়, কিন্তু কার্তিক ঠেলা যায় না, সেই চিত্র এখন আর নেই।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মমতাজুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার প্রমুখ।
সদর উপজেলা প্রকৌশলী বিরল চন্দ্র রায় জানান, ৬৫ লাখ ৫২হাজার টাকা ব্যায়ে দ্বিতল ভিত্তি বিশিষ্ট একাডেমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাঈশা এন্টারপ্রাইজ।
বিকেলে তিনি সদর উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বোরো ধানের উচ্চ ফলনশীল ও উফসি জাতের ধান বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা সদরের ৮ হাজার ৪০০ কৃষকের মধ্যে ওই ধান বীজ ও সার প্রদান করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, শান্তনা চক্রবর্তী, জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রত্যেক কৃষকের মাঝে উফসি জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিওপি ও এমওপি সার, উচ্চ ফলনশীল ২ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat