×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৫৬৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার সিংড়া ১২ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আজ সোমবার বিকেল পাঁচটায় উপজেলার শেরকোলে নির্মাণ কাজের নাম ফলক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহর ও গ্রামের ব্যবধান ঘুচাতে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এরফলে শহরের সকল সুবিধা গ্রামে বসে পাওয়া যাচ্ছে। দেশের প্রায় ৪০০টি উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। এসব ষ্টেডিয়ামে খেলাধূলায় অংশগ্রহন করে মানুষের শারিরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব হবে।
আগামী ৫ আগস্ট দেশে প্রথমবারের মত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রবর্তন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার পর্যায় ভেদে এই বৃত্তির পরিমাণ হবে এক থেকে ২ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়াকে একটি মানবিক জনপদ হিসেবে তৈরী করা হচ্ছে। আধুনিক সকল সুবিধা এই জনপদে নিশ্চিত করা হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক নিঙ্গুইন উচ্চ বিদ্যালয় মাঠে চলনবিল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরআগে ফয়েজ উদ্দিন আহমেদ্ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
রাতে সিংড়া কোর্ট মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব সমাবেশে যোগ দেবেন। এই সমাবেশে উপজেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat