×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮২০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে এবার জেলাজুড়ে পাট উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। 
পাটের ফলন ভাল হওয়ায় হাসি ফুটেছে পাট চাষিদের মুখে। এখন চলছে পাট কাটা, পাট পঁচানো ও শুকানোর কাজ। তবে এবার বাজারে পাটের দরও বেশ ভাল। ফলে পাট চাষিদের মধ্যে আবার নতুন করে বেশি জমিতে পাট চাষ করার আগ্রহ দেখা দিচ্ছে। আগামী মৌসুমে আরও বেশি হেক্টর জমিতে পাট চাষ বাড়বে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানান, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ৪ হাজার ১৮৯ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আবাদ হয়েছে ৪ হাজার ১৯২ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার ২১৩ হেক্টর বেশি পাট আবাদ হয়েছে। জেলায় বেশি পাট উৎপাদন হয়, নাসিরনগর, সরাইল, নবীনগর, বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলায়। 
পাট জাতের মধ্যে রয়েছে দেশি, তোষা ও কেনাফ জাতের পাট। তাই চলতি মৌসুমে জেলায় পাটখড়িসহ প্রায় ৬০ কোটি টাকার পাটের আঁশ উৎপাদিত হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসাররণ বিভাগ। 
পাট চাষি নুরুল ইসলাম জানান, এবার পাটের ফলন খুবই ভাল হয়েছে। মূল্যও বেশি পাবো। আশাকরি, আগামি বছর আরও বেশি জমিতে পাট চাষ করবো।  আরেক পাট চাষি হোসেন মিয়া বলেন, কৃষক বিভাগ আমাদের উৎসাহ দিচ্ছে, আমরা যেন পাট চাষ করি। এবার আশা করছি পাট চাষে লাভবান হবো।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, জেলায় এবার পাটের ফলন ভাল হয়েছে। ফলন বাড়াতে কৃষকদের কৃষকদের নিয়মিত অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat