×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৮৮০৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে নির্মাতা ও ব্যবসায়ী যশ কাটারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। এরই মধ্যে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে তাদের। যদিও কখনও গণমাধ্যম বা নিজেদের সোশ্যাল মিডিয়া সম্পর্ক নিয়ে কোনো বার্তা দেননি তারা। তবে এবার গুঞ্জনের পালে হাওয়া লাগিয়ে নিজের প্রেমিককে সামনে আনলেন ভূমি। যা দেখে অনুরাগীরা মনে করছেন শিগগিরই হয়তো নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই চর্চিত জুটি।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভূমি ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে যশকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবিতে ভূমি ও যশকে একটি রেস্তোরাঁয় খাবার টেবিলে দেখা যায়। যার একপাশে ভূমি এবং অন্য পাশে যশকে কেক কাটতে দেখা যাচ্ছে।
ছবিটি পোস্ট করে ভূমি ক্যাপশনে লিখেছেন, ‘ওজি রাজাকে জন্মদিনের শুভেচ্ছা।’ আর এতেই নানা হিসেব মেলাতে শুরু করেছেন নেটিজেনরা। পাশাপাশি ইনস্টাগ্রাম শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। এমনকি অনেকেই শিগগিরই তাদের বিয়ের পিঁড়িতে দেখার অপেক্ষায় আছেন বলেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের রিসেপশনে একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই ভূমি-যশের প্রেম চর্চা শুরু হয়। সেখানে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ পেতেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। এছাড়াও এই জুটির বিভিন্ন জায়গায় সময় কাটানো এবং ডিনার করার বেশকিছু ছবিও আলোচনার জন্ম দেয়। যদিও এতদিন বিষয়টি নিয়ে মুখে কুঁলুপ এঁটেই ছিলেন এই নায়িকা।
এদিকে প্রেম নিয়ে শিরোনামের আসার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়েও আলোচনায় রয়েছেন ভূমি। শিগগিরই ‘দ্য লেডি কিলার’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি। নারী প্রধান এই সিনেমাটি ঘিরে ভূমি ভক্তদের আগ্রহও রয়েছে তুঙ্গে। এছাড়া চলতি বছরই ভূমিকে দেখা যাবে শেহনাজ গিল, ডলি সিং ও কুশা কপিলার ‘থ্যাক ইউ ফর কামিং’ সিনেমায়। করণ বুলানির পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাধিকা আনন্দ ও প্রশস্তি সিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat