×
ব্রেকিং নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা কুড়িগ্রামে শিশু একাডেমি আয়োজিত স্কুলভিত্তিক নৃত্য প্রতিযোগিতা টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৭০৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ান বিপক্ষে জয় দিয়ে ঘরের মাঠে  বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। কিন্তু এখনো তারা পূর্ণ শক্তির দল হাতে পায়নি। দলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ফর্মে থাকা ওপেনিং ব্যাটার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো মাঠের বাইরে রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তিনি দলের বাইরে থাকবেন। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে প্লাটিলেট কমে যাওয়া গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিসিসিআই গিলের শারিরীক পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষন করছে। কিন্তু এই মুহূর্তে তার মাঠে ফেরার কোন সম্ভাবনা নেই। তার উপর হঠাৎ করেই রক্তের প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছে বিসিসিআই। এ সম্পর্কে বিসিসিআই জানিয়েছে, ‘গিল গত দুইদিন যাবত চেন্নাইয়ের হোটেলেই ছিলেন। কিন্তু তার প্লাটিলেট ৭০ হাজারে  নেমে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ মেডিকেল সুবিধা পাবার লক্ষে সতর্কতার অংশ হিসেবে তাকে ভর্তি করা হয়েচে। প্লাটিলেট সংখ্যা এক লাখের উপর উঠে এলেই তাকে হাসাপতাল থেকে নিয়ে আসা হবে।’
চেন্নাইয়ে মাল্টি-কেয়ার হাসপাতাল কভেরিতে গিলের সাথে টিম চিকিৎসক রিজওয়ান রয়েছেন। এক বিবৃতিতে বিসিসিআই আরো জানিয়েছে গতকাল পুরো দল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লিতে রওয়ানা হয়ে গেলেও গিল চেন্নাইতে রয়েছেন। সেখানে মেডিকেল টিম তাকে যথাযথ পর্যবেক্ষনে রেখেছে।
বিসিসিআই এখন পাকিস্তানের বিপক্ষে আগামী ১৪ অক্টোবর বিশ^কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে গিলের ফিরে আসার আশা করছে। কিন্তু শারিরীক পরিস্থিতি বিবেচনায় তারকা এই ব্যাটারের সেই ম্যাচেও খেলা নিয়ে যথেষ্ঠ শঙ্কা রয়েছে। শারিরীক অবস্থা ভাল হলে গিল সরাসরি আহমেদাবাদে উড়ে যাবেন। যদিও ডেঙ্গু জ¦র থেকে সেড়ে ওঠার পর আদৌ তার ফিটনেস কি পর্যায়ে থাকবে সেটাও দেখার বিষয়।
গিলের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ইনিংস ওপেন করতে নামা ইশান কিশান পেস বোলার মিশেল স্টার্কের বলে কোন রান না করেই সাজঘরে ফিরেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat