×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৫৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বস্ত্র ও পোশাকের মেশিনারি এবং এ সংক্রান্ত কেমিক্যালের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী।  
সপ্তমবারের মতো অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে এশিয়া ও ইউরোপের ১২টি দেশ অংশ নিচ্ছে। এসব দেশ থেকে বস্ত্র ও পোশাক শিল্প, ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সঙ্গে জড়িত সব ধরণের যন্ত্রপাতি, টেকনোলজি, এক্সেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী ও আমদানিকারকরা অংশগ্রহণ করবেন। 
রোববার এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান রেডকার্পেট গ্লোবালের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় রেডকার্পেট গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 
সংবাদ সম্মেলনে জানানো হয়,  এবারের প্রদর্শনীতে টেক্সটাইলের ডিজিটাল প্রিন্টিংয়ের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। কেননা এখন বিশ^ব্যাপী মানুষের রুচির ও ফ্যাশনের পরিবর্তনের ফলে গতানুগতিক বস্ত্র ও পোশাকের মাধ্যমে ব্যবসায়ে টিকে থাকা কঠিন হবে। স্থানীয় উদ্যোক্তাদের এসব বিষয়ের সঙ্গে পরিচিত করানোর পাশাপাশি ক্রেতা ও সরবরাহকারীর মধ্যে যোগাযোগ বাড়ানোও প্রদর্শনীর উদ্দেশ্য। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর সহযোগী অংশীদার এবং ইমেজ গ্রুপ প্রিন্টিং এক্সপোর পাওয়ার্ড বাই পার্টনার। এই প্রদর্শনীটি বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশন দ্বারা সমর্থিত ।
বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এ কে এম আহমেদ উল্লাহ, বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. মানিক দেওয়ান,  ইমেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম, টেক্সটাইল ফোকাসের মোহাম্মদ সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রিয়াদ প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat