×
ব্রেকিং নিউজ :
আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যের কারাদণ্ড গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ ভোলার ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল রাঙ্গামাটিতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ধ্বংসে হাইকোর্ট নির্দেশ ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৫৬৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার মস্কোর একটি গির্জায় অনুষ্ঠিত হবে। আর্কটিক কারাগারে আকস্মিক মৃত্যুর দুই সপ্তাহ পর বুধবার তার সহযোগীরা এই ঘোষণা দিয়েছেন।
নাভালনির দল বলেছে, তার মৃত্যুতে সরকার জড়িত থাকার বিষয়টি ‘ধামাচাপা’ এবং জনসাধারণের অংশগ্রহণে শেষকৃত্য রোধ করার প্রচেষ্টা হিসেবে কর্তৃপক্ষ আট দিন যাবত নাভালনির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তরে করতে বাধা দেয়।
নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তিনি আশঙ্কা করছেন, গ্রেপ্তারের ফলে তার স্বামীর শেষকৃত্য ব্যাহত হতে পারে।
ইউরোপীয় পার্লামেন্টে নাভালনায়া বলেন, ‘এটি শান্তিপূর্ণ হবে কি-না বা যারা আমার স্বামীকে বিদায় জানাতে এসেছে তাদের পুলিশ গ্রেপ্তার করবে কিনা তা আমি এখনও নিশ্চিত নই।’
নাভালনির দল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ১ মার্চ দুপুর ২টায় মেরিনোতে মাদার অফ গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সবাইকে তিনি নির্ধারিত সময়ের আগেই হাজির হওয়ার আহবান জানিয়েছেন
খ্রিস্টান ধর্ম গ্রহণকারী বিরোধী নেতার লাশ মস্কভা নদীর তীর থেকে অল্প হাঁটা পথ বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে ইচ্ছুক একটি গির্জা খুঁজে পাওয়া কঠিন ছিল। দলটি বলেছে, ক্রেমলিন ভয় পেয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ নাভালনির সমর্থনে বিশাল গণসমাবেশে পরিণত হতে পারে।  
নির্বাসিত মিত্র ইভান ঝদানভ বলেন, ‘আমরা ১ মার্চের জন্য একটি গির্জা এবং একটি হল খুঁজতে শুরু করেছি। সর্বত্র তারা আমাদের কোন সুযোগ দিতে অস্বীকার করেছে। কিছু জায়গায় আমাদের বলা হয়েছে, এটি নিষিদ্ধ করা হয়েছে।’
অন্যান্য মিত্ররা বলেছে, কিছু ক্ষেত্রে নাভালনির নাম শুনে গির্জা ও হলগুলো শেষকৃত্য অনুষ্ঠানের সুযোগ দেয়ার আহবান প্রত্যাখ্যান করেছে।
এতে বলা হয়, ‘নাভালনিকে সমাধিস্ত করা দরকার। তাকে বিদায় জানানোর সুযোগ পেতে হলে আগে থেকে আসা ভালো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat