×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ২৩৪৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর শহরের বিপণন কেন্দ্রগুলো   নতুন জামা কেনার জন্য পবিত্র রমজান মাসের রোজার   শেষ দিকে জমে উঠতে শুরু করেছে।সব শ্রেণি পেশার মানুষ সকাল থেকে গভীর রাত  নতুন কাপড় কিনছেন।
দিনাজপুর শহরে  ঈদ বাজারগুলো ঘুরে দেখা যায় ,  শহরের রেইন বো মার্কেট, মালদহপট্টি, গুনশান মার্কেট, উত্তরা মার্কেট, আব্দুর রহিম সুপার মার্কেট, লুৎফরনেছা টাওয়ার, বিগবাজার, হাউসিং শপিং মলসহ অন্য মার্কেট গুলোতে ক্রেতাদের  ভিড় বাড়ছে। সাধ আর বাজেটের সঙ্গে মিল রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনজনদের জন্য ক্রেতারা  বিভিন্ন রঙ্গে বিরঙ্গের পোশাক  কেনাকাটা করছেন । বিপণন কেন্দ্রগুলো সেজেছে রঙিন সাজে এ দিকে ছেলেদের জন্য গ্যাবাডিন ও জিন্স প্যান্ট, কালারফুল শার্ট, চেক শার্ট এবং এক কালারের শার্টসহ বিভিন্ন রকমের বাহারি পাঞ্জাবিতে সাজানো হয়েছে দোকান গুলো। ঈদ বাজারগুলো রঙ্গিন শহরে পরিণত হয়েছে। রঙ্গে সেজেছে শহর।
ক্রেতা ফয়সাল হাবিব  বলেন, এ বছর কাঙ্খিত পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজেটের মধ্যেই এখন পছন্দ করতে হচ্ছে। যেসব পণ্য পছন্দ হয়, তার দাম এ বছর বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আগের বছরের তুলনায় অনেক পণ্যেরই দাম বেড়েছে। দাম বৃদ্ধি পেলেও ঈদ বলে কথা। প্রিয়জনকে ঈদ উপহার দিতে হবে।
ক্রেতা সোহেলী বেগম  বলেন, গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম একটু বেশি। এ বছর সাধারণ  প্রতিটি থ্রি পিসের ৭ থেকে ১২ শত টাকা দাম । একই পোশাক একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে।
রেইন বো মার্কেটের বিক্রেতা হাসান আলীর বলেন- ‘এ যে আপা, ৩০০-এর মাল ২০০তে  নিয়ে যান আপা, পানির দরে।’ আর এ হাঁকডাক ছিল গতকাল সোমবার   বড়মাঠ হকার্স  বাজারে। এখন স্বল্প-মধ্যবিত্তদের কেনাকাটার নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে  বাজারটি। নারী-পুরুষ সবার কাপড় পাওয়া এখানে পাওয়া যায়।
বাসুনিয়াপট্টির অস্থানীয় দোকানদার আব্দুল মালেক বলেন, বড় বড় দোকান ও শপিংমলে বিক্রি হয় যে মানের পোশাকগুলো, ঠিক সে মানের পোশাকও সস্তা দামে পাওয়া যায় ব্যতিক্রমধর্মী এ বউ বাজারে। দামও তুলনামূলক কম থাকে। বউ বাজারে দেখা যায়, মাটিতে ত্রিপল বিছিয়ে তার ওপর সাজানো শাড়ি, থ্রিপিস, ওড়না, চাদর। বিক্রি হচ্ছে চুড়ি-ফিতা-দুলসহ নানা ধরনের স্যান্ডেল ও জুতা।
একই কথা বলেন বিক্রেতা মোকলেছুর রহমান, বউ বাজারে বিভিন্ন কাপড়ের সেলাই করা থ্রিপিস বিক্রি হয় ২৫০ থেকে ৭০০ টাকায়। এ ছাড়া জর্জেট, সুতি, বাটিক, শিফনের ওড়না ৭০ থেকে ১৭০ টাকায়, বিভিন্ন রকমের শাড়ি ৩৫০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়।
বউ বাজারের ব্যবসায়ী আব্দুর  রহমান বলেন, দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল, সাজসজ্জার খরচ উঠাতেই বড় দোকান বা মার্কেটে সমমানের পোশাক বা কাপড়ের দাম বেশি হয়। আর বাড়তি বিভিন্ন খরচ লাগে না বলেই বউ বাজারে সস্তায় পোশাক বা কাপড় পাওয়া যায়। সপ্তাহের প্রতি শুক্রবার বউ বাজারে ক্রেতারা ভিড় করেন। বর্তমানে ধনী পরিবারের নারীরাও আসছেন এখানে কাপড় কিনতে।
কর্মজীবী নারী  পারভিন আক্তার ঝর্ণা  বলেন, সামনে ঈদ, তাই পরিবারের জন্য এখানে কেনাকাটা করতে এসেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এ বাজার। এখানে শাড়ি, থ্রিপিস, ওড়না নিয়েছি। আর ছেলের জন্য শার্ট, প্যান্ট এবং স্বামীর জন্য লুঙ্গি নিয়েছি। এখানে কম দামে পাওয়া যায়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন বলেন, ঈদ উপলক্ষে বিপণন কেন্দ্রগুলোতে ভিড় বেশি হয়। পুলিশের পাশাক ও সাদা পোশাকে দায়িত্বপালন করা হচ্ছে, যাতে র্নিবিঘেœ জনসাধারণ কেনাকাটা করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat