×
ব্রেকিং নিউজ :
গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি, চট্টগ্রাম যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আমরা পাপমুক্ত হয়েছি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের দুটি বেঞ্চে কাল থেকে চলবে বিচারকাজ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে: নাসিম
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মুখোশ পরে কোনো আন্দোলন হয় না। তবে তারা কারা মুখোশ নিয়ে ঢুকে পড়েছে তাদের ইন্ধনতাদের খুঁজে বের করতে হবে। কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রাকে থামিয়ে দিতে সহিংসতাকে পছন্দ করি না। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’
সোমবার সচিবালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসিম। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থী। সর্বশেষ রবিবার তারা কোটা সংস্কারের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালায়। সোমবার সকাল থেকেও আন্দোলন অব্যাহত আছে শিক্ষার্থীদের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিষয়ে বা দাবি নিয়ে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। তবে সহিংসতা সমর্থনযোগ্য নয়। এটার নিন্দা জানাই।’ মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা হয়েছে। কী ন্যাক্কারজনক হামলা হয়েছে। এই হামলার নিন্দা জানাই। কারণ ভিসি তো কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তার কিছু করার নেই। তাহলে কেন তার বাসভবনে হামলা।’ ১৪ দলের সমন্বয়ক বলেন, ‘যেকোনো আন্দোলন বা দাবি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। অতীতে অনেক আন্দোলন হয়েছে, সমাধানও হয়েছে। কিন্তু ভাঙচুর সমর্থনের যোগ্য নয়।’ ইচ্ছাকৃতভাবে আন্দোলনে সহিংসতা ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি। কোটার পক্ষে মত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোটা অনেক দিন ধরে চলে আসছে। আমাদের দেশেও আছে। পার্শ্ববর্তী দেশেও আছে। মুক্তিযুদ্ধ, নারী, আদিবাসী, প্রতিবন্ধী কোটা সাংবিধানিক।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৪ দলের নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিরিন আখতার, ফজলে হোসেন বাদশা, মীর মোশারফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat