×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৫
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহবাগ ওভারব্রিজে ছুরিকাঘাতে হকার নিহত
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হকার নিহত হয়েছেন। তার নাম নুরুন্নবী মজুমদার (২৩)। তিনি বারডেম হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজে কসমেটিক সামগ্রী বিক্রি করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তার বাবার নাম মোস্তফা মজুমদার। ঘটনার পর অভিযুক্ত ছিনতাইকারী খায়রুল আনামকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। নিহতের ভাই শাহপরান জানান, তারা দুই ভাই মিলে শাহবাগের ফুটওভার ব্রিজে ফেরি করে কসমেটিকস বিক্রি করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ ছিনতাইকারী খায়রুল তার ভাইয়ের গলায় পেছন থেকে ধারালো চাকু ঢুকিয়ে দেয়। দ্রুত উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হলে সেখানে নুরুন্নবীর মৃত্যু হয়। শাহপরান আরও বলেন, চকবাজারের একটি মেসে তারা দুই ভাই ভাড়া থাকতেন। কয়েকদিন আগেই তার ভাই বিয়ে করেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। রমনা থানার উপপরিদর্শক (এসআই ) দীপঙ্কর জানান, নুরুন্নবীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট শিহাব মামুন দৌড়ে খায়রুলকে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ঢামেকে নেওয়া হয়েছে। সার্জেন্ট শিহাব মামুন জানান, নুরুন্নবী ফুটওভার ব্রিজের ওপরে বসে গৃহস্থলীর কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। সকালে দোকান খোলার পর এক তরুণ তার দোকান থেকে একটি চাকু হাতে নিয়ে দেখতে থাকেন। তাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল। তখন নুরন্নবী জিনিসপত্র ধরতে নিষেধ করলে ওই তরুণ তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat