- প্রকাশিত : ২০১৮-১২-০২
- ৪৮৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ঢাকা টেস্টে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:-প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ১৮৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। এতে দুই ম্যাচ সিরিজে ক্যারিবীয়দের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে। তাই ৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনের ফাঁদে পড়ে তাদের ফের ব্যাটিংয়ে নামতে হয়। রবিবার দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমেও তারা ২১৩ রানের বেশি করতে পারেনি। তাই বাংলাদেশ ইনিংস ও ১৮৪ রানের এই বিশাল জয় পায়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..