×
ব্রেকিং নিউজ :
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-১২-০৬
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:–বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। সিস্টেম লস কমিয়ে রাষ্ট্র ও জনগণের উপকার করবে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ ব্যহত হবে না; গ্রাহকের ভোগান্তি হ্রাস পাবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে অস্ট্রেলিয়ার এনার্জিট্রন ও ডিপিডিসি’র মধ্যে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইনের সম্ভাব্যতা যাচাইয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার নির্ধারিত সময়ের পূর্বেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে। এখন মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি উঠছে। সেটাও সময়মতো হবে। বিশ্বের বড় বড় আধুনিক শহরের মতো ঢাকা শহর তথা ডিপিডিসি’র আওতাভুক্ত এলাকায় ওভারহেড বিতরণ ব্যবস্থাকে ভূগর্ভস্থে স্থানান্তরের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ভূগর্ভস্থ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য একটি আন্তর্জাতিক মানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিযোগিতামূলক এক্সপ্রেসন অভ্ ইন্টারেস্ট (ইওআই) এর মাধ্যমে মোট ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি পরামর্শক প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরবর্তী সময়ে ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠান রিকুয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) দাখিল করে। এ ৪টি প্রতিষ্ঠানের মধ্যে প্রস্তাব মূল্যায়নের শর্তানুযায়ী কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বোচ্চ স্কোরধারী প্রতিষ্ঠান বিবেচিত হয় অস্ট্রেলিয়ার কেআইএস গ্রæপের মেসার্স এনার্জিট্রন। এই কাজের অন্তর্ভুক্ত ১৩২ কেভি, ৩৩ কেভি, ১১ কেভি, ১১/০.৪ কেভি এবং শূন্য দশমিক ৪ কেভি ওভারহেড বিতরণ ব্যবস্থাকে ভূগর্ভস্থ নেটওয়ার্কে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই সার্ভে, আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন, বিল অভ্ মেটেরিয়ালস, এস্টিমেট ইত্যাদি প্রস্তুতির জন্য পরামর্শক প্রতিষ্ঠান Energytron, Australia এর সাথে ডিপিডিসি’র আজ চুক্তি স্বাক্ষরিত হয়। এই কাজের চুক্তি মূল্য ২১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৪শ’ ১৯ টাকা এবং কাজটি সম্পন্ন করতে ১ বছর সময় লাগবে। চুক্তি স্বাক্ষর করেন ডিপিডিসি’র পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব হাসনাত চৌধুরী ও অস্ট্রেলিয়ার এনার্জিট্রন কোম্পানির পক্ষে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার খন্দকার ওয়াহিদুল ইসলাম। ডিপিডিসি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও এনার্জিট্রনের আঞ্চলিক ব্যবস্থাপক রিচার্ড মারফি (Richard Murphy) বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat