×
ব্রেকিং নিউজ :
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-১২-০৬
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৩০ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক:–বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নীলফামারী, রংপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা, কক্সবাজার, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, দিনাজপুর, হবিগঞ্জ, ফরিদপুর, সিলেট, নওগাঁ, টাঙ্গাইল, বরিশাল, সাতক্ষীরা, ময়মনসিংহ, ভোলা, মাগুরা, শরীয়তপুর, নাটোর, বাগেরহাট, ঝালকাঠি, ফেনী ও পটুয়াখালীতে বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর কচুক্ষেত ও গুলশান এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সিকদার জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, জাররা সুইটসকে ১০ হাজার টাকা, মাদারীপুর জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, মা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, ফাহিম জেনারেল স্টোরকে ৭ হাজার টাকা, সরিফুল স্টোরকে ৭ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, কনক সুইটসকে ৩০ হাজার টাকা; ওজনে কারচুপির অপরাধে জাররা সুইটসকে ২০ হাজার টাকা; অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে লাকি হোটেলকে ১৫ হাজার টাকা, আর আ রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, পার্ক পাস্তাকে ৩০ হাজার টাকা, ইন আউটকে ৩০ হাজার টাকা ও কিংস বারবিকিউকে ৩০ হাজার টাকা; মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি ও অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ইউরো এশিয়া রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া, দেশব্যাপী ৩৫টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুæত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়সহ পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১০ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১২৫টি বাজার তদারকি ও ৫টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩০টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৫ জন অভিযোগকারীকে ১০ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে।-পি আই ডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat