- প্রকাশিত : ২০১৮-১২-০৯
- ৪৫২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিএনপি থেকে পদত্যাগ করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান
নিউজ ডেস্ক:–বিএনপি থেকে পদত্যাগ করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। রবিবার বিকালে পদত্যাগের কথা জানান।
মনির খান বলেন, ‘এত অনিয়মের মধ্যে থাকা যায় না। তাই সিদ্ধান্ত নিয়েছি দল থেকে পদত্যাগ করবো। তিনি আরও জানান কিছুক্ষণের মধ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি। ঠিক কেমন অনিয়ম জানতে চাইলে মনির খান বলেন, আমরা শিল্পীরা আসলে সম্মান চাই। যেটা দল থেকে পাইনি। তাই এই সিদ্ধান্ত’।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মনির খান। কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাকে মনোনয়ন দেয়া হয়নি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..