- প্রকাশিত : ২০১৮-১২-০৯
- ৩৯৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল : পরিকল্পনামন্ত্রী
নিউজ ডেস্ক:–সকল খাতেই বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। দেশে এখন বিদ্যুৎ ঘাটতি নেই। রেমিটেন্স প্রবাহ ১৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সব খাতে উন্নয়নেরধারা অব্যাহত রাখলে বাংলাদেশ অভীষ্টলক্ষ্যে পৌঁছাতে পারবে। ২০৩০ সালে দেশে দারিদ্র্য থাকবে না। ভ্যাট আইন বাস্তবায়ন করা গেলে রেভিনিউ কালেকশন কলেবর বাড়তো। গত ১০ বছরে কর্মসংস্থান বেড়েছে, সামনে আরো বাড়বে। ১০০টি স্পেশাল ইকনোমিকজোন বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থানঅত্যন্ত গতিশীল হবে, বিদেশি কর্মসংস্থান ব্যাপক হারে চলমান রয়েছে। পাশাপাশি আমাদের সেবা খাত অনেকবিকশিত, এই সেবা খাত বা আইসিটি খাতের মাধ্যমে আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি করাসম্ভব। আগামীতে এটিপূর্ণমাত্রায় বিকশিত হয়ে আরো বেশি গতিশীল হবে- যার মাধ্যমে অর্থনীতি আরো বেশি বেগবান হবে। আজ শেরে বাংলানগর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
এডিপি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে গত পাঁচ মাসে সর্বকালের সর্ববৃহৎ এডিপি বাস্তবায়িত হয়েছে। আমরা এ বছর এডিপি পূর্ণমাত্রায়বাস্তবায়নে সার্থক হবো। ফলে জিডিপি ৮ দশমিক ২৫ শতাংশথেকে ৮ দশমিক ৩০ হবে। ২০২১ সালের মধ্যে প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেঘোষণা দিয়েছেনআগামী ৩ বছরের মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ১০ ভাগের কাছাকাছি। আমরা যদি ১০ ভাগপ্রবৃদ্ধি অর্জন করতে পারি তাহলে উন্নয়নের হাত ধরে আমাদের দারিদ্রের হার অনেক কমেযাবে, শিক্ষার আরোউন্নতি হবে, ব্যাপককর্মসংস্থান সৃষ্টি হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..