×
ব্রেকিং নিউজ :
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-১২-১০
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকাতে দ্বিতীয় ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:-ঢাকাতে দ্বিতীয় ম্যাচ জিতে আগামীকালই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই কাল সিরিজ নিশ্চিত করতে চায় টাইগারর। পক্ষান্তরে একই ভেন্যুতে দুপুর একটায় শুরু হওয়া ম্যাচ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে টাইগাররা। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। বাংলাদেশী বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৯৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় সফরকারীরা। ক্যারিবীয়দের বড় সংগ্রহে প্রধান বাধা হিসেবে ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। কম যাননি মুস্তাফিজুর রহমানও। ৩৫ রানে ৩ উইকেট নেন তিনিও। এছাড়া অন্য তিন বোলার মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসান-রুবেল হোসেনও ১টি করে উইকেট নেন। তবে সব বোলারই ছিলেন কিপ্টে। ১৯৬ রানের লক্ষ্যটা হেসেখেলেই অতিক্রম করেছে বাংলাদেশ। ব্যাট হাতে মুশফিকুর রহিমের অপরাজিত ৫৫ রান বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রাখে। দলের জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন ওপেনার লিটন দাস ও সাকিবও। লিটন ৪১ ও সাকিব ৩০ রান করেন। তাই ৮৯ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২শতম ম্যাচে বাংলাদেশের জয় ও সেরা খেলোয়াড়ের স্বাদ পেয়েছেন অধিনায়ক মাশরাফি। দলের জয়ের পেছনে ভূমিকা রেখে ম্যাচ সেরা হতে পেরে খুশী মাশরাফি। প্রথম ম্যচ শেষে এমনটাই বলেছিলেন তিনি, ‘আসলে ওই রকম কিছু মনে হচ্ছে না। তবে অবশ্যই ম্যাচ সেরা হতে পারলে ভালো লাগে। সেটি খুবই স্বাভাবিক। বিশেষ করে আজকের ম্যাচটা যখন জিততে পেরেছি।’ পাশাপাশি নিজ দলের বোলারদের কৃতিত্বও দেন মাশরাফি, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো করার চেষ্টা করেছিলো। কিন্তু যখনই চেষ্টা করেছে, তখনই আউট হয়েছে। বোলারদের তাই কৃতিত্ব দিতে হয়। মিরপুরের উইকেটে ক্রমাগত শটস খেলা কঠিন। যদি না সেট হয়ে যান। আমার মনে হয়, আমাদের বোলাররা ভালো জায়গায় বল করতে পেরেছে।’ সহজে ম্যাচ জিতলেও কিছু ভুল চোখে পড়েছে মাশরাফির। এ ব্যাপারে ম্যাশ বলেন, ‘মিরপুরের লো-স্কোরিং ম্যাচগুলো এমনই হয়। আমার মনে হয়, মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে। লিটনও ভালো করেছে। সাকিবের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিলো। ফিল্ডিং-এ আমাদের কয়েকটি ক্যাচ পড়েছে। ব্যাটিং-এ হয়তো ৫ উইকেটের জায়গায় ৩ উইকেট পড়লে ভালো হতো। যেহেতু রানের চাপ কম ছিলো।’ তাই দ্বিতীয় ওয়ানডেতে ভুলগুলো শুধরে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ম্যাচ হারের জন্য উইকেটের সাথে নিজেদের মানিয়ে নিতে না পারাটাকে দায়ী করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোস্টন চেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। উইকেট কিছুটা মন্থর ছিল। শটস খেলা কঠিন ছিল। আমার ধারণা আমাদের ব্যাটসম্যানরা পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো রান তুলতে পারেনি। আশা করি পরের ম্যাচে এগুলো শুধরে নিবে।’ বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক। ওয়েস্ট ইন্ডিজ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাাভো, রোস্টন চেজ, শাই হোপ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাফেট, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat