- প্রকাশিত : ২০১৮-১২-১২
- ৫০৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবসে সকল সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
আজ এক তথ্য বিবরণীতে একথা জানিয়ে বলা হয়, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪(১) অনুযায়ী ‘প্রজাতন্ত্রের জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত’। পতাকা বিধিতে বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভিতরে একটি লালবৃত্ত থাকবে।
জাতীয় পতাকার মাপের অনুপাত ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত। বৃত্তটি দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। ভবনের আয়তন অনুযায়ী পতাকা ব্যবহারের তিন ধরনের মাপের অনুপাত ১০ ফুট:৬ ফুট, ৫ ফুট:৩ ফুট এবং ২.৫ ফুট:১.৫ ফুট।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..