- প্রকাশিত : ২০১৮-১২-১৩
- ৪২৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১০ বছরে ৩ কোটি ৮৭ লাখ লোকের কর্মসংস্থান
নিউজ ডেস্ক:–দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিগত ১০ বছরে ৩ কোটি ৮৭ লাখ লোকের কর্মসংস্থান করা হয়েছে। নারীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা ও ক্ষমতায়নে সহযোগিতা করা হয়েছে।
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় ৭৮ লাখ গ্রামীণ কর্মক্ষম বেকার শ্রমিকের জন্য ৮০ দিনের কর্মস্থানের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্যতা হ্রাস করা হয়েছে। এদের এক-তৃতীয়াংশ মহিলা। এ কর্মসূচি উত্তরাঞ্চলে মঙ্গা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করেছে।
কাবিখা/কাবিটা কর্মসূচি গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ ও মেরামতে প্রধান ভূমিকা পালন করে। কাবিখা/কাবিটা কর্মসূচির আওতায় বিগত ১০ বছরে ১ কোটি ৬২ লাখ গ্রামীণ শ্রমিকের মাধ্যমে ২০ লাখ ৩১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য এবং ৪ হাজার ১৬৬ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো টেকসইকরণের লক্ষ্যে সংস্কার করার জন্য টিআর কর্মসূচির আওতায় ১ কোটি ৪৭ লাখ ৩০ হাজার গ্রামীণ শ্রমিকের মাধ্যমে ২০ লাখ ৫৪ হাজার মেট্রিক টন খাদ্য শস্য এবং ৪ হাজার ৩২৫ কোটি ৩১ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
বিগত ১০ বছরে সরকারের কার্যকর মানবিক সহায়তা পদক্ষেপ গ্রহণের ফলে দুর্যোগে কোন লোক না খেয়ে কষ্ট পায়নি। দুর্যোগের পরে ত্রাণ সামগ্রী প্রেরণের পরিবর্তে সরকার সম্ভাব্য দুর্যোগের জন্য অধিকাংশ ক্ষেত্রেই পূর্বেই জেলা পর্যায়ে ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছে। এর ফলে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা করা সম্ভব হয়েছে।
মানবিক সহায়তা কর্মসূচি (জিআর) এর আওতায় বিগত ১০ বছরে ৬ কোটি ৩৩ লাখ উপকারভোগীর মাঝে ২ হাজার ৫২৭ কোটি ৯৭ লাখ টাকার খাদ্যশস্য এবং ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার উপকারভোগীর মাঝে নগদ ১৯৩ কোটি ২৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ লাখ ৫০ হাজার উপকারভোগীর মাঝে গৃহ নির্মাণের জন্য ৩৬৫ কোটি টাকার ঢেউটিন এবং গৃহনির্মাণ মঞ্জুরি হিসেবে ১০২ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
ভিজিএফ কর্মসূচি আপদকালে প্রান্তিক অক্ষম লোকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। ভিজিএফ কর্মসূচির আওতায় ১২ কোটি ৯ লাখ উপকারভোগীর মাঝে ৮ হাজার ৭৭৮ কোটি ৪৮ লাখ টাকার খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। শীতার্ত দুঃস্থ ও অসহায় ৪৬ লাখ ৬৪ হাজার মানুষের মাঝে ২২৪ কোটি ৫০ লাখ টাকার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২০১৭ সালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলে জেলাসমূহের ৩ লাখ ৮০ হাজার পরিবারকে ১৩ মাস যাবত প্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৭ সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য ১ কোটি টাকা, ১ হাজার ১শ’ মেট্রিক টন চাল, ঘরবাড়ি মেরামতের জন্য ৫০০ বান্ডিল ঢেউটিন ও ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ সময়ে মানবিক সহায়তা কর্মসূচিসমূহ ডিজিটালাইজড পদ্ধতিতে নির্ভুল, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..