×
ব্রেকিং নিউজ :
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৭-১০-১৯
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মামলা বিএনপির পক্ষে গেলে আদালতের প্রশংসা,বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ:ওবায়দুল কাদের
 নিজস্ব প্রতিনিধি: – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত নিয়ে বিএনপি দ্বি-চারিতার ভূমিকায়। একই সঙ্গে তিনি বলেন, মামলা পক্ষে গেলে দলটি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। চলমান রাজনৈতিক ইস্যুতে সেতু ভবনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ করে, নির্বাচন কমিশনের সঙ্গে তা দলের সংলাপ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা এবং মামলা মোকাবিলা প্রসঙ্গে কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এত প্রশংসা, তারা পঞ্চমুখ। আপনার বিরুদ্ধে গেলে আদালত, আদালতের স্বাধীনতা নেই—সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে গেলে তখন আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।’বুধবার বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার চিত্র দেখে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কর্মসূচিতে অনেক বেশি লোক হলেও তা ছিল সুশৃঙ্খল।ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার গতকাল মনে হয়েছে যে, এই পার্টিটাই এ রকম। এরা ক্ষমতায় গেলে কী করবে। আমরা ক্ষমতায় থেকে আমরা নেতাকর্মীদের কনট্রোল করতে পারলাম। তারা বিরোধী দল, আগামীবার ক্ষমতায় যেতে চায়। যারা রাস্তা দখল করে জনগণকে কষ্ট দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে? সেটা ভেবেই আমি শঙ্কিত হয়েছি।’ তা ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে কমিশনে। আর এ লক্ষ্যে সেনা মোতায়েনের বিপক্ষে নয় তারা। যদিও বিষয়টি কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে মনে করেন তিনি।উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি শেষ হবে ২০২০ সালের মে মাসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat