×
ব্রেকিং নিউজ :
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন : রেলপথমন্ত্রী রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় : পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনীয় সৈন্যরা ডিপিআর-এ একদিনে ১৪ বার গোলাবর্ষণ করেছে গ্রাজুয়েটদের প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর তিন দেশ সফর শেষে দেশে ফিরেছেন শি নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী ২১ বছর পর সিরি-এ লিগে ফিরলো কোমো যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত : স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঘরের কথা পরে জানলো ক্যামনে? বাংলার এই প্রচলিত বাগধারার বাস্তব রূপেই যেন চটেছেন আনুশকা শর্মা। বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ তাঁর স্ত্রী আনুশকা শর্মা।
কোহলি ঘরে না থাকার সময় তাঁর ঘরে ঢুকে ভিডিও ধারণের ঘটনা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। এভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে আনা অপরাধ বলে মনে করছেন তিনি।
হোটেলের ঘরে যে ভিডিও তোলা হয়েছে তা নিজেই প্রকাশ করে জানিয়েছেন কোহলি। সেখানে নিজের মতামত জানিয়েছেন আনুশকা।
তিনি লিখেছেন, ‘অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকে ভাবেন, খ্যাতনামীদের তো এগুলো সহ্য করতেই হবে। কিন্তু সবার একটু সংযম দেখানো উচিত। যদি এটা আপনার শোয়ার ঘরে হত তা হলে কী হত?’
বিশ্বকাপের মাঝে এই ঘটনায় আতঙ্কিত কোহলি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’
এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই ধরনের ভালোবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’
তবে তুমুল চটে গেলেও আপাতত এর তদন্ত বা ব্যস্থা নেবার জন্য সাইবার ক্রাইমে কোনো অভিযোগ তারা কেউই জানাননি।
আনুশকা বলেন, ‘আমি চাইলেই অভিযুক্তকে পুলিশে দিতে পারি। কিন্তু এটা আমি হুশিয়ারী দিলাম। প্লিজ এই ধরণের ঘৃন্য অপরাধ থেকে বিরত থাকুন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat