×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণে সোনাক্ষী সিনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি দীপিকা পাডুকোনের মতো হলে কী করবেন। সোনাক্ষীর উত্তর ছিল, ‘আমি তার মতো ফিট শরীরের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাব!’ ৩২ বছর বয়সী দীপিকার বডি ফিটনেস পাওয়া অনেক মেয়রই স্বপ্ন!
সম্প্রতি নিজের ডায়েট নিয়ে দীপিকা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি দিনে দুই লিটার পানি পান করি যাতে টক্সিন বের হয়। এছাড়া আমি প্রতিদিন নারকেল জলও খাই এবং প্রতি দুই ঘণ্টা পর পর কিছু খাই। স্ন্যাকিং আখরোট, বাদাম এবং ড্রাইফ্রুটের মতো স্বাস্থ্যকর খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকি।’
দীপিকা আরও বলেন, ‘রাতে আমি হালকা খাবার খাওয়ার চেষ্টা করি। এছাড়া ডেজার্ট পছন্দ করলেও সংযম রক্ষা করি। তবে প্রত্যেক্যেই পরিমাণ মতো প্রয়োজনীয় সব খাবার খওয়া উচিৎ। এ ক্ষেত্রে আপনার শরীরের জন্য কোন খাবার ভালো তা আপনাকে অবশ্যই জানতে হবে।’
দীপিকা জানিয়েছেন, দুটি ডিম এবং কম চর্বিযুক্ত দুধ বা দক্ষিণ ভারতীয় খাবার অর্থাৎ উপমা, ইডলি, দোসা দিয়েই দীপিকা শেষ করেন সকালের নাস্তা। প্রাক-লাঞ্চে তিনি কখনই খালি পেটে থাকেন না এবং প্রতি দুই ঘণ্টা পরপর ফল বা প্রাকৃতিক তাজা জুস বা নারকেলের জল এবং স্মুদি খান এবং একবাটি ফল। আর দুপুরের খাবারে থাকে- ২টি চাপাতি, মাছ এবং তাজা সবজি।
সন্ধ্যার স্ন্যাকস- বাদাম এবং ফিল্টার কফি, আর রাতের খাবারে চাপাতি, সবজি ও তাজা সালাদ। এছাড়া ঘুমানোর আগে তিনি ডার্ক চকলেট অথবা মিষ্টি খেতে পছন্দ করেন দীপিকা।
নিজেকে ফিট রাখতে দীপিকা পাডুকন তার ভক্তদের উদ্দেশ্যে কয়েকটি টিপস দিয়েছেন। বলেছেন, ‘চোখ দিয়ে খাবেন না। আপনার পেট ভরানোর জন্য পর্যাপ্ত খান, অতিরিক্ত খাবেন না। নিজেকে ক্ষুধার্ত করবেন না বা ফ্যাড ডায়েট অনুসরণ করবেন না। একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন! এছাড়া সময়মত খান এবং রাতে আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন। তাজা, স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খান। মনে রাখবেন ফিটনেস একটি লিসম ফিগার নয় বরং পরিষ্কার খাওয়া এবং ভেতর থেকে সুস্থ বোধ করাটাই জরুরি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat