×
ব্রেকিং নিউজ :
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৩৪৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিনী সিনেমার অন্যতম অভিনেত্রী শ্রুতি হাসানের অভিনয় ছাড়াও আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন গায়িকা। ইতিমধ্যেই অনেক সিনেমায় গান করেছেন তিনি। পাশাপাশি করেছেন আলাদা মিউজিক ভিডিও। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রকাশ্যে এসেছে তার নতুন একটি মিউজিক ভিডিও, যার শিরোনাম ‘মনস্টার মেশিন’।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুক্তি পাওয়া শ্রুতি হাসানের নতুন মিউজিক ভিডিওর গানের কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন শ্রুতি নিজেই। শুধু তাই নয়, মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন তিনি।
এছাড়া গানটির সংগীত প্রযোজনা করেছেন করন কাঞ্চন ও করন পারিখ। এর ভিডিও নির্মাণ করেছেন দ্বারকেশ প্রভাকর। শ্রুতি হাসানের নিজের ইউটিউব চ্যানেলেই এটি উন্মুক্ত করা হয়েছে।
শ্রুতির গানের কথায় উঠে এসেছে নারীবাদ। যেমন গানে একটি লাইন রয়েছে এমন- ‘পুরুষ নয়, আমার একটা মনস্টার প্রয়োজন’। গানটি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান জানান, এত দিন তিনি যেসব কাজ করেছেন, এটি তার একেবারে বিপরীত। 
তার ভাষ্য, ‘`ভিডিওতে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি, যেটা চার ধরনের নারীকে প্রতিনিধিত্ব করে। এমন অনেক নারী রয়েছেন, যাদের ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যারা বিভিন্ন কারণে পুড়ছেন। আমি একটা কথা শুনেছিলাম, সেটা হলো- ‘আমরা (নারী) হলাম পিশাচের নাতনি, যাদেরকে পোড়াতে পারবে না’; এই কথা আমার সারাজীবন মনে থাকবে।”
শ্রুতি মনে করেন, যখন তারা (পুরুষ) বলে কাউকে কর্পোরেট নারী, মডার্ন নারী ইত্যাদি, কিংবা সে তার মূল্যবোধ হারিয়ে ফেলেছে; এগুলোও এক ধরণের পোড়ানো। তাই আমরা যে পরিবেশে আছি, সেটাতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়া মানে আমরা ‘মনস্টার’। এই গানটা তাদের জন্য, যারা নারীদের মধ্যকার সেই আগুনকে শক্তিতে রূপান্তর করতে উৎসাহ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat