×
ব্রেকিং নিউজ :
খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন আহত, ৭ বগি লাইনচ্যুত ওরাল ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৩২৪৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশ নেওয়া আলিয়া বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এসময় অনুষ্ঠানে অভিনেত্রী অনন্য অসাধারণ ও লাস্যময়ী রূপে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করেন। বাহারি কালারের শাড়িতে উপস্থিত হন তিনি। এদিন পরেন অফ-শোল্ডার ব্লাউজ। অর্ধেক খোলা চুল সাথে কানে বড় দুল। 
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আলিয়ার ছবি ও ভিডিওতে অনেকে মন্তব্য করছেন। এক অনুরাগী লেখেন, ‘ওই পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়িতে ওকে খুব মানায়।’ আরও একজন লেখেন, ‘উনি যেভাবে বিভিন্নভাবে শাড়ি পরেন, তা আমার বেশ পছন্দ। 
আলিয়াকে অসাধরাণ সুন্দর দেখাচ্ছে।’ কারোর মন্তব্য, ‘আলিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছেন! প্রশংসা পাচ্ছেন। আপনি এগিয়ে যান!’ কারোর মন্তব্য করেছেন, ‘তুমি আমাদের গর্বিত করেছ, সুন্দরী নারী।’
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলিয়া। পুরস্কার নেয়ার পর তিনি বলেন, এই জাতির (সৌদি) মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মুসলিমপ্রধান সৌদি আরব এবার চলচ্চিত্র জগতের সবাইকে (আমাদের) একত্রিত করছে এবং সিনেমার নামে আমাদের সবাইকে এক ছাদের নিচে নিয়ে এসেছে।
তিনি বলেন, এমনটা খুব একটা ঘটে না। এখানে পশ্চিমা এবং প্রাচ্যের অগণিত প্রতিভা এক ছাদের নিচে জড়ো হয়েছেন। অভিজ্ঞতা বিনিময় করছেন। এটি আসলেই উপভোগ্য ব্যাপার। এমন আয়োজনের জন্যে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।
এর আগে গত বছর ডিসেম্বরের শুরুতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একই উৎসবে গিয়েছিলেন আলিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat