×
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৩
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য অনেক :ইন্টারপোল
নিজস্ব প্রতিনিধি::- ইন্টারপোল মহাসচিব জার্গেন স্টোক বলেছেন, বাংলাদেশ বেশ কয়েকবার সন্ত্রাস ও জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু প্রতিবারই দেশটি সফৃলতার সঙ্গে জঙ্গিদের মোকাবেলা করেছে। তিনি বলেন, ইন্টারপোল ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে তাদের সন্ত্রাস ও জঙ্গিবাদ সংশ্লিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করছে। এভাবে পারস্পরিক তথ্য আদান-প্রদানের মাধ্যমেই সন্ত্রাস-জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। জঙ্গি ও সন্ত্রাসবাদসহ আন্তঃদেশীয় অপরাধ দমনের লক্ষ্যে গতকাল রবিবার ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক পুলিশ সম্মেলন। এ সম্মেলন উদ্বোধন শেষে ‘মিট দ্য প্রেস’ সেশনে ইন্টারপোল মহাসচিব এসব মন্তব্য করেন। সকাল দশটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ইন্টারপোল ও পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিন দিন ব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও ভিয়েতনামের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান। সম্মেলন উদ্বোধনের পর ২টি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভয়োলেন্স এন্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর) এর অধ্যাপক ড. রোহান গুনারত্ন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat