×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০১৯-১০-২০
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাউন্সিলর রাজীব গ্রেফতার

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা উত্তরের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।শনিবার সন্ধ্যার পর থেকেই ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে বসুন্ধরার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। পরে সেখান থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করা হয়।জানা যায়, বেশ কয়েকদিন ধরেই আত্মগোপনে ছিলেন মোহাম্মদপুরের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রাজীবের এক বন্ধুর বাসায় তার অবস্থানের খবর নিশ্চিত হয়েই ওই বাসায় অভিযান চালায় র‍্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, বিদেশি মদ ও পাসপোর্ট জব্দ করা হয়।

র‍্যাব জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব। অভিযান অব্যাহত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

রাতেই সেখান থেকে তাকে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় যায় র‍্যাব। রাজীবের মোহাম্মদপুরের বাসা ও কার্যালয়সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে ৫ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় আলামত ধ্বংস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে অসহযোগিতার দায়ে রাজীবের পিও সাদেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার (২০ অক্টোবর) ভোর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর গা ঢাকা দেন রাজীব। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নামে বেনামে রাজধানীতে তার বেশ কয়েকটি ফ্লাট ও গাড়ি রয়েছে। জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat