×
ব্রেকিং নিউজ :
সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতে সকল বাহিনী কাজ করবে, নিঃসঙ্কোচে ভোটাধিকার প্রয়োগ করুন : সিইসি সুপ্রীম কোর্ট আর্থিকভাবে স্বাধীন ও বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হলো : আইন উপদেষ্টা গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র গৃহীত অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করা হবে : প্রেস সচিব আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৪৩৫৪৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো আজ বৃহস্পতিবার জনসম্মুখে এসে বলেছেন, শিগগিরই ভেনেজুয়েলায় ফিরে গিয়ে ‘স্বৈরশাসন’ অবসানে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ২০২৪ সালের জুন মাস থেকে আত্মগোপনে ছিলেন। নোবেল পুরস্কার গ্রহণ করতে গতকাল বুধবার তিনি নরওয়ের অসলোতে যান। তবে, তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হতে পারেননি। রাতে অসলোতে পৌঁছানোর পর হোটেল থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

আজ নরওয়ের পার্লামেন্ট ভবন ত্যাগ করার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রধান বিরোধী এই নেত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি ভেনেজুয়েলা জনগণের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে এসেছি এবং সঠিক সময়ে এটি ভেনেজুয়েলায় নিয়ে যাব।’

কবে দেশে ফিরবেন, তা স্পষ্ট করেননি মাচাদো। তিনি বলেন, আমি বলব না সেটা কখন হবে বা কীভাবে হবে। তবে, খুব শিগগিরই এই ‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে এবং একটি মুক্ত ভেনেজুয়েলা দেখতে চান তিনি।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ বলেছে, গণতন্ত্রের জন্য তার  সংগ্রামের  স্বীকৃতিস্বরূপ প্রদত্ত এই পুরস্কার গ্রহণ করতে অসলো গেলে মাচাদোকে ‘পলাতক’ হিসেবে বিবেচনা করা হতে পারে।

নিজের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গিয়ে মাচাদো সাংবাদিকদের বলেন, কেউ ভেনেজুয়েলায় বসবাস করে সত্য কথা বলতে চাইলে তিনি বিপদে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat