×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ বাংলাদেশে শোভন কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ জোরদারে কাজ করবে আইএলও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও অপকর্মে জড়িতদের প্রশাসনে রাখা যাবে না : রিজভী শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৭
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমীকরণটা এখন বেশ সহজ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক:- ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের আগেও বেশ কঠিন ছিল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। কিন্তু গতকাল মঙ্গলবারের এই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ৮৭ রানে জিতে যাওয়ায় বেশ সহজ হয়ে গেছে বাংলাদেশের হিসাব-নিকাশ। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচটা হেরে খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বেশ কোণঠাসা অবস্থার মধ্যে ছিলেন মাশরাফি-মুশফিকরা। কিন্তু বৃষ্টির কৃপায় ম্যাচটি শেষপর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়। একটি পয়েন্ট জুটে যায় বাংলাদেশের ভাগ্যে। আর এই পয়েন্টটাই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। টানা দুটি জয় দিয়ে ফেভারিটের মতোই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ‘এ’ গ্রুপের বাকি তিনটি দলের সামনেই এখনো আছে শেষ চারের টিকেট পাওয়ার সুযোগ। সে ক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি ধরা যেতে পারে অঘোষিত কোয়ার্টার ফাইনাল হিসেবে। ৯ জুন মুখোমুখি হবে এ দুই দল। এই ম্যাচে জয়ী দলের সামনেই টিকে থাকবে সেমিতে যাওয়ার সম্ভাবনা। পরাজিত দলের বিদায় নিশ্চিত। তবে জিতলেও বাংলাদেশ বা নিউজিল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটির দিকে। ‘এ’ গ্রুপের এই শেষ ম্যাচে অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ৪ পয়েন্ট নিয়ে তারাই চলে যাবে সেমিফাইনালে। আর যদি ইংল্যান্ড জয়ের স্বাদ পায়, তাহলে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে। সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের জয়ী দল। ফলে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে প্রথমেই জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর প্রার্থনায় বসতে হবে যেন ঘরের মাটিতে ইংল্যান্ড হারিয়ে দিতে পারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে। তাহলে আর কোনো রানরেটের জটিল হিসাব-নিকাশ নিয়ে বসতে হবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat