×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ বাংলাদেশে শোভন কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ জোরদারে কাজ করবে আইএলও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও অপকর্মে জড়িতদের প্রশাসনে রাখা যাবে না : রিজভী শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা ইউরোফাইটার জেট কিনতে দোহা যাচ্ছেন এরদোয়ান অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৭
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ম্যাংখুটের আঘাতে চীনে নিহত ২, বাস্ত্যুচুত ২১ লাখ
একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হানছে পৃথিবীতে। জাপান পঁচিশ বছরের মধ্যে ভয়াবহতম ঘূর্ণিঝড় জেবির আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই যুক্তরাষ্ট্রে হামলে পড়ে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। এসব ঝড়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ প্রশান্ত মহাসাগর থেকে উঠে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাংখুট আঘাত হেনেছে ফিলিপাইন, চীন ও হংকংয়ে। এ পর্যন্ত ৬৬ জনের প্রাণহানির খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। আলজাজিরা জানিয়েছে, এর মধ্যে ফিলিপাইনেই মারা গেছেন ৬৪ জন। আর চীনে দুজন নিহতের তথ্য দিয়েছে বার্তা সংস্থা থমসন রয়টার্স। ম্যাংখুট বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন। সেখানে ১০০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় বইছে। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংদং-এ ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারি বর্ষণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যেতে হয়েছে। ধীরে ধীরে এটি ‘গ্রীষ্মকালীন ঝড়ে’ রূপ নিচ্ছে। সোমবার ভোর ৬টায় গুয়াংজি প্রদেশের হেংজিয়ান এলাকায় অবস্থান করছে বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর। সোমবার দিনের মধ্যে এটি গুইজোউ, চংকিং ও ইউনান প্রদেশে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চীনা আবহাওয়া কর্তৃপক্ষ ম্যাংখুটকে ‘ঝড়ের রাজা’ আখ্যা দিয়ে জানায়, সোমবার সকাল নাগাদ এর ফলে চলমান ভারি বর্ষণের পরিমাণ ১০০ থেকে ১৬০ মিলিমিটার (চার থেকে ছয় ইঞ্চি) পর্যন্ত হতে পারে। চীনের আবহাওয়া দপ্তর বলছে, ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত দক্ষিণ-পূর্ব চীনে আঘাত হানা ১০টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটি হচ্ছে এই ম্যাংখুট। চীনে এর বাতাসের গতি পরিমাপ করা হয় ঘণ্টায় ১৬২ কিলোমিটার (১০০ মাইল)। ফিলিপাইনে আঘাত হেনে তাণ্ডব চালিয়ে ৬৪ জনের প্রাণহানি ঘটিয়ে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এতে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঘূর্ণিঝড়টি শনিবার ভোরে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যসহ মূলত কাগায়ানে আঘাত হানে। এতে কৃষিনির্ভর ওই রাজ্যের হাজার হাজার ঘরবাড়িসহ ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণ ধান ও ভুট্টার ক্ষেত। ফিলিপাইনে এখনও উদ্ধারকাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat