×
ব্রেকিং নিউজ :
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিআরইউ নির্বাচন: ইলিয়াস সভাপতি, কবির সাধারণ সম্পাদক
নিউজ ডেস্ক:–ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে ইলিয়াস হোসেন ৬৪১ ভোট পেয়ে সভাপতি এবং কবির আহমদ খান ৪৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে পাঁচজন বিজয়ী হয়েছেন। মোট ভোটার এক হাজার ৪৭৭ জন থাকলেও নির্বাচনে ভোট দিয়েছেন মোট এক হাজার ১৪৮টি। খোন্দকার কাওছার হোসেন ৪১৬ ভোট পেয়ে সহ-সভাপতি এবং জামিউল আহসান শিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায়  যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আফজাল বারী ৭১৫ ভোট, অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক আব্দুল হাই তুহিন-৫৬৬ ভোট, নারীবিষয়ক সম্পাদক পদে সাজিদা ইসলাম পারুল ৬৪৪ ভোট, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম ৫৬৬ ভোট, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান- ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া  আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে মহিউদ্দিন ৭০০ ভোট, নঈমুদ্দিন ৫৬৪ ভোট, খালিদ সাইফুল্লাহ৬৪৬ ভোট, বাদল নূর ৫৮০ ভোট,  মাকসুদুল হাসান৫৬৪ভোট, রাসেদুল হক ৫৩০ ভোট, শাহাবুদ্দিন মাহাতাব ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনির হোসেন লিটন ও ইলিয়াস হোসেন। সাধারণ সম্পাদক পদে কবির আহমেদ খান, শেখ জামাল ও  রিয়াজ চৌধুরী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে আবুল বাশার নুরু, খোন্দকার কাওছার হোসেন ও ওসমান গণি বাবুল, সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান ও আফজাল বারী, নারীবিষয়ক সম্পাদক পদে সাজিদা ইসলাম পারুল ও  সেলিনা শিউলী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আবদুল হাই তুহিন ও সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম ও মাকসুদা লিসা এবং সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মুন্না মিয়া ও মো. এমদাদুল হক খান। ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন— বিএফইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat