×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের জিনজিয়াংয়ে বাস করা সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যে আবেদন করা হয়েছিল সেটি প্রত্যাখান করে দেওয়া হয়েছে। জিনজিয়াং থেকে নির্বাসিত উইঘুর মুসলিমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে চীন সরকারের বিরুদ্ধের তদন্ত করার জন্য এই আবেদন জানিয়েছিলেন। তবে সোমবার আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে প্রসিকিউটররা এটি প্রত্যাখান করে দিয়েছে।
গত জুলাইতে বিপুল দলিল প্রমাণসহ উইঘুর নির্যাতনের বিষয়টি তদন্ত করার জন্য আন্তর্জাতিক আদালতে আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশুলি ফাতো বেনসোদার অফিসের পক্ষ থেকে একটি প্রতিবেদনে বলা হয় যে এই তদন্ত করা অসম্ভব কারণ ঘটনাটি চীনের এবং তারা আন্তর্জাতিক আদালতে স্বাক্ষরকারী দেশ নয়।
এদিকে উইঘুরদের আইনজীবীরা তথ্য প্রমাণের ভিত্তিতে গণহত্যার বিষয়টি তদন্তের জন্য পুনঃবিবেচনার আবেদন জানিয়েছেন। তবে চীন উইঘুরদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat