×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৬ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এ দিকে আজ করোনা শনাক্ত কমেছে দশমিক ১৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ১৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩১৪ জন। গতকাল ১৮ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৯৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৯৪ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯১ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৪ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৯৬  শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকাল ৬ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫২৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat