×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বেদী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর একিউএম মাহবুব। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মেনাজাতে অংশ নেবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়রে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবসের আলোচনাসভা।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat