×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সূচক-লেনদেনের বড় উত্থান
নিজস্ব প্রতিনিধি:- পতনের বৃত্ত থেকে বেরিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে (১ থেকে ৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়ে দ্বিগুণ ছাড়িয়ে গেছে। এ সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪৩ দশমিক ৭৫ পয়েন্ট বা ৪ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বেড়েছিল ১৬ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ। অবশ্য তার আগের টানা পাঁচ সপ্তাহের পতনে ডিএসইএক্স কমেছিল ৪৬৯ পয়েন্ট।
অপর দুটি সূচকের মধ্যে শেষ সপ্তাহে ডিএসই-৩০ বেড়েছে ৮৮ দশমিক ৫১ পয়েন্ট বা ৪ দশমিক ২০ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বেড়েছিল ২৩ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৪১ দশমিক ৮৯ পয়েন্ট বা ৩ দশমিক ১৯ শতাংশ। আগের সপ্তাহে এই সূচকটি কমেছিল ৭ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৯৪টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। মূল্য সূচক ও সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি শেষ সপ্তাহে লেনদেনের পরিমাণও বড় অঙ্কে বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩২০ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২২২ কোটি বা ৬৯ দশমিক ১৭ শতাংশ। আর শেষ সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭১৪ কোটি ৬২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ৪৩০ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেনের ৯১ দশমিক ৯৯ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এ ছাড়া বাকি ৬ দশমিক ৪৮ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, দশমিক ৫৮ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের এবং দশমিক ৯৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের। এ দিকে গত সপ্তাহে লেনদেন ও মূল্য সূচকের পাশাপাশি ডিএসইর বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ১৫৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯১ হাজার ৭১৮ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১০৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৩ দশমিক ৮৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯৫ কোটি ৮৫ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৫৩ শতাংশ। ৬৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। লেনদেনে এরপর রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল, মুন্নু সিরামিক, আমরা নেটওয়ার্ক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat