×
ব্রেকিং নিউজ :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস ভোলায় মহান মে দিবস পালন রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ
  • প্রকাশিত : ২০২০-১২-০৭
  • ৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশজুড়ে আজও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসস সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
বিক্ষোভ সমাবেশে বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তীব্র নিন্দা জানান। যারা এই কাজ করেছে তাদের কঠিন শাস্তির দাবি জানানো হয়।
ঝিনাইদহ : সকালে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ভোলা : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১২টায় দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের পশ্চিম বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী প্রমুখ।
জয়পুরহাট : জয়পুরহাটে দুপুরে জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, সহ-সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ রাব্বি রাহাত, শাহাদাৎ হোসেন প্রমুখ।
নোয়াখালী : বিকাল সাড়ে ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাবনা : স্বাধীনতা শিক্ষক পরিষদ সোমবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেখানে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, শামসুল হুদা ডিগ্ির কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর, দোগাছী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, সিটি কলেজের অধ্যক্ষ সুজন মাহমুদ, পাবনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, শামসুল হুদা ডিগ্ির কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, পাবনা কলেজের প্রভাষক আহমেদ শরিফ ডাবলু, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আকতার রোজি প্রমুখ।
কুমিল্লা : বেলা সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলার দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। রাসেল স্কয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ টুটুল। বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার প্রমুখ।
কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করেছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দিপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসেনসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat