×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। তাদের দক্ষতা ও পারফরমেন্সের উপর আস্থার কারণেই নির্বাচকরা দলে নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত প্রাথমিক দলে তরুণ কেলোয়াড় হিসেবে আছেন- পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
নির্বাচকরা জানান, দুর্দান্ত পারফরমেন্স তাদের দলে সুযোগ দিতে ও জাতীয় দলের সাথে মানিয়ে নিতে তাদেরকে প্রস্তত করা হচ্ছে।
ঐ চার খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত সর্বশেষ দু’টি আসরে (প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ) দুর্দান্ত পারফরমেন্স করেছেন।
শরিফুলের বিষয়টি কিছুটা ভিন্ন। ঐ দু’টি টুর্নামেন্টের আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরেই বিসিবির পাইপলাইনে রয়েছেন । নির্বাচকরা জানান, এখন সময় এসেছে তাকে পরবর্তী ধাপে নিয়ে যাবার।
মেধাবী-উদিয়মান ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ৪২ বলে দেশের ক্রিকেটে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
নির্বাচকদের বিশ্বাস তাকে কিছুটা দেখভাল করলে দেশ সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য তাকে দলে নেয়া হয়েছে।
নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এটি আমাদের প্রাথমিক দল। যারা এখানে নতুন তারা সম্প্রতি ও আগের বেশ কিছু টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু শরিফুল দীর্ঘদিন ধরেই খেলছে। এমনকি শরিফুল ‘এ’ দলের হয়েও খেলেছে। সে দীর্ঘদিন ধরে আমাদের পাইপলাইনে ছিলো। আমাদের দেখা সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড় ইমন। আমরা তাকে দ্রুত প্রস্তুত হবার সুযোগ দিচ্ছি।’
প্রাথমিক দলের খেলোয়াড়রা দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে। ঐ দুই ম্যাচের পারফরমেন্স পর্যবেক্ষন করে চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানান নির্বাচক হাবিবুল বাশার।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা এসব খেলোয়াড়কে ব্যবহার করতে পারি। ১৪ ও ১৬ জানুয়ারি দু’টি অনুশীলন ম্যাচের পর আমাদের দল গঠন করতে হবে। আমরা এসব ছেলেদের সুযোগ দিচ্ছি যাতে, তারা বর্তমান জাতীয় দলের সাথে খেলে নিজেদেরকে প্রস্তুত করতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat