×
ব্রেকিং নিউজ :
জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ॥ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুলসহ ২ জন গ্রেফতার বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের (২২) জীবন রক্ষা করাই এখন বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজীব পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘দুর্ঘটনায় এতিম ছেলেটির ডান হাত চলে গেছে। তার সুচিকিৎসা চলছে। সুস্থ হলে তার চাকরির ব্যবস্থা করা হবে।’ বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে রাজীবকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজীবের সুচিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার। রাজীব আগেই মা-বাবাকে হারিয়েছে। তার দুটো ছোট ভাই আছে। সুস্থ হওয়ার পর তাকে চাকরির ব্যবস্থাও করে দেয়া হবে।’ দুর্ঘটনার পর রাজীবকে শমরিতা হাসপাতাতে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা বিল হয় ১ লাখ ২৬ হাজার টাকা। এটি খতিয়ে দেখা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শমরিতা হাসপাতালে রাজীবের চিকিৎসার বিল এসেছে। বিষয়টি খতিয়ে দেখার পর সরকারের পক্ষ থেকে বিল দিয়ে দেয়া হবে।’ এ দুর্ঘটনায় দোষীদের সম্পূর্ণ আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সাত সদস্যের মেডিকেল বোর্ড রাজীব হোসেনের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিয়ে সাত সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে এ বোর্ড গঠন করা হয়। শামসুজ্জামান শাহীন জানান, রাজীবকে পরীক্ষা করে দেখা হয়েছে। তাঁর মস্তিষ্ক ভালো আছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে। কারণ হাতের আঘাতের পর শরীরের অন্য যেকোনো অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার সমস্ত ব্যয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহন করছে। প্রসঙ্গত, মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়। সেখানে হাতের অপারেশন করার পর বুধবার (৪ এপ্রিল) বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat