×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-০১-২৭
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচে ওয়ানডে সিরিজের বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংএ শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দু’জনই। মিরাজ চতুর্থ ও মুস্তাফিজ অষ্টমস্থানে উঠে এসেছেন। দুই ধাপ উন্নতি করে ১৩তম স্থানে উঠেছেন নিষেধাজ্ঞা শেষে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ খেলতে নামা সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২ দশমিক ৭০ ইকোনমিতে ৭২ রানে ৭ উইকেট নেন মিরাজ। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। র‌্যাংকিংএ চতুর্থস্থান তার ক্যারিয়ারের সেরা।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীতে যৌথভাবে ছিলেন মুস্তাফিজ ও সাকিব। ৬টি করে উইকেট নেন তারা। ১১ ধাপ এগিয়ে র‌্যাংকিং তালিকায় আটে উঠেছেন ফিজ। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন এই পেসার। যা ছিলো তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ৮ রানে ৪ ও দ্বিতীয় ম্যাচে ৩০ রানে ২ উইকেট নেন সাকিব। ইনজুরির কারনে তৃতীয় ও শেষ ম্যাচে ৪ দশমিক ৫ ওভারের বেশি বল করতে পারেননি তিনি। তারপরও সিরিজে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১৩তমস্থানে উঠেছেন প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নামা সাকিব।
র‌্যাংকিংএর শীর্ষ তিনস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান ও ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।
ব্যাটসম্যান তালিকায় এক ধাপ করে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। সিরিজের সর্বোচ্চ ১৫৮ রান করে ২২তম স্থানে উঠেছেন তামিম। মুশফিক আছেন ১৫তমস্থানে। পাঁচ ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৪৯তমস্থানে।
গতকাল শেষ হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ওয়ানেড সিরিজ। সিরিজে দু’টি সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আট ধাপ এগিয়ে র‌্যাংকিংএ ২০তমস্থানে উঠেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat