×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে সিএমপি ও চসিক চাঁদপুরের চরাঞ্চলের নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড নওগাঁর ৩টি উপজেলার নির্বাচন আগামীকাল গাজার দিকে রাফাহ ক্রসিং-এ ‘অপারেশনাল কন্ট্রোল’ নিয়েছে ইসরায়েল বাহিনী মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার কাল হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০৮-২০
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নগরীর সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।আজ শুক্রবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে জনজীবন সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‌্যাব অবস্থান করছে।
পুলিশ জানায়, সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় আনসার বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মী আহত হয়। বর্তমানে নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে, জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আরশাদ জানান, বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, এই ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাতভর নগরীর বিভিন্ন স্থানে আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ এবং ইউএনও মুনিবুর রহমানের দায়ের করা দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে এবং আরো ৬০১ জনকে আসামি করা হয়েছে। বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল জানান, বরিশালের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat