×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে কখনই জিততে পারেনি পাকিস্তান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস বদলে দেয়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। এমন অবস্থায় ম্যাচ জয়ের বিভিন্ন টোটকা দিয়ে পাকিস্তানকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ।
তিনি জানান, ভারতের বিপক্ষে এবার জয়ের ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের। এজন্য চাপমুক্ত থেকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে বাবর আজমের দলকে। দলের প্রত্যেক খেলোয়াড়কে নিজ-নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে জয়, পাকিস্তানের কাছে এখনো সোনার হরিণ। কারন আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে কোন জয় নেই পাকিস্তানের। ১২ ম্যাচ খেলে, সবগুলোতেই জয়হীন। তাই ভারতের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো দেখা হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তানের। আর এই ম্যাচেই ভারতকে হারানেরা টোটকা দিলেন মিয়াদাঁদ।
জিও টিভিকে মিয়াদাঁদ বলেন, ‘টুর্নামেন্টে মোমেন্টাম পেতে  পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তারা শক্তিশালী দল এবং বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় আছে তাদের। কিন্তু আমরা যদি ভয়ডরহীন ও চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে পারি এবং প্রত্যেকে নিজের কাজটা ঠিকভাবে  করে , তাহলে ভারতকে হারাতে পারি।’
এক-দু’জন নয়, টুর্নামেন্টে ভালো করতে হলে দলগত পারফরমেন্স প্রয়োজন বলে মনে করেন মিয়াদাঁদ। তাই সকলেই জ্বলে উঠার আহ্বান তার, ‘অনেকের মতে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন বা দু’জন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে, কিন্তু আমি মনে করি, এই ফরম্যাটে দলকে জেতাতে সকলেরই কোন না কোনভাবে অবদান রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে ২০ রানেরও একটা ছোট ইনিংস,  রান আউট বা ভালো একটি ওভার ম্যাচ জেতাতে পারে। তাই প্রত্যেককে ম্যাচে অবদান রাখতে হবে।’
২৪ অক্টোবর এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। তার আগে অফিসিয়াল দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান। ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ২০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ পাকিস্তানের।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat