×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আগামী ৯ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দুইদিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় এই আয়কর প্রদান কার্যক্রম শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,আয়কর প্রদান কার্যক্রমে কর অঞ্চল-৯ এর আওতাধীন সশস্ত্র বাহিনী ও আন্ত:বাহিনী সংস্থায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ আয়কর প্রতিবেদন দাখিলসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন দুপুর ১টা হতে বিকেল ৫টা পর্যন্ত মেলার দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে।
উদ্ভূত কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর আয়কর মেলা অনুষ্ঠিত হবে না বিধায় সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য কর্তৃক নিরাপদে আয়কর জমাদানে সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম - ২০২১ আয়োজনের ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat