×
ব্রেকিং নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা কুড়িগ্রামে শিশু একাডেমি আয়োজিত স্কুলভিত্তিক নৃত্য প্রতিযোগিতা টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শান্তিপূর্র্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনু্িঠত হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। নির্বাচনে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। প্রতিদ্বদ্বিী প্রার্থীদের সমন্বয়ে আয়োজিত আনইশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান, আক্কেলপুর উপজেলা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় প্রমূখ। আগামী ১১ নভেম্বর আক্কেলপুর উপজেলার ৫টি ও ক্ষেতলাল উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আক্কেলপুর উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ৬৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদের জন্য ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ এখারে রুকিন্দিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহসান কবীর এপ্লব। অপরদিকে ক্ষেতলাল উপজেলার আলমপুর ও মামুদপুর এই দুই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ২০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat