×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার টিকা পেয়ে আনন্দিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। আজ কলেজের ১০৫১ জন এইচএসসি পরীক্ষার্থী পেয়েছে করোনার ফাইজারের টিকা। সকাল ৯টায় পরীক্ষা ভবনে টিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। তখন থেকেই ভিড় জমে শিক্ষার্থীদের। হাসি মুখে টিকা গ্রহণ করে অনেকেই আড্ডায় মেতে উঠেন কলেজ ক্যাম্পাসে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় কলেজ ক্যাম্পাস।
টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক ইউনুস মিয়া প্রমুখ।
ফারজানা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের জন্য এ বিশেষ ব্যবস্থার আয়োজন করার জন্য কলেজ প্রশাসনকে ও জেলা সিভিল সার্জনকে ধন্যবাদ। আমিসহ আমার প্রায় সকল সহপাঠীরাই টিকা নিয়েছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান জানান, ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ১২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে আজকের একদিনে টিকা নিয়েছে ১০৫১ জন। এছাড়াও আমাদের শিক্ষার্থীদের ৭০ থেকে ৭৫ জন আমাদের জানিয়েছেন তারা আগেই বিভিন্ন স্থানে টিকা গ্রহণ করেছেন। আমরা আমাদের প্রায় সকল শিক্ষার্থীকে টিকা দিতে পেরেছি এটা আমাদের একটা বড় সফলতা।
কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাজাহান বলেন, শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া কলেজের নিজস্ব ওয়েবসাইটে টিকা গ্রহণের সকল তথ্য জানানো হয়েছে। তারপরও যদি কেউ না জেনে নির্ধারিত সময়ে টিকা নিতে না পারেন তবে নভেম্বরের ২৫ তারিখের মধ্যে এসে আবেদন করে টিকা নিতে পারবেন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, সবাই ফাইজারের টিকা নেবেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে আপাতত ১০ টি বুথ থেকে পরীক্ষার্থীরা টিকা নেবেন। প্রয়োজনে তা বাড়ানো হবে।
উল্লেখ্য, কুমিল্লার ১৫৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ হাজার এইচএসসি পরীক্ষার্থী পাবেন করোনার টিকা। আজ থেকে ৮ দিনের এ কর্মসূচির প্রথম দিন শেষ হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১০৫১ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat